মাত্র এক মাসের মধ্যে ভূমিকম্প হলো পাকিস্তানে। বুধবার বিকেলে রাজধানী ইসলামাবাদ, পেশোয়ার, সোয়াত, উত্তর ওয়াজিরিস্তানসহ পুরো পাকিস্তানে অনভূত হয়েছে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের কম্পন।
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার।
হিন্দুকুশ পর্বতমালার একটি উল্লেখযোগ্য অংশ পড়েছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে। ওই অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে ব্যাপক ধংসযজ্ঞ চালানোর পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।
বুধবারের ভূমিকম্পে অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।