অনেকের মনেই একটি প্রশ্ন উঁকি দেয় যে, তারকারা এক জামা বার বার পরেন কি না? বেশিরভাগক্ষেত্রেই জবাব হলো না। তবে কেউ কেউ আবার পরেন। যেমন আলিয়া ভাট এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তার জামা, জুতা, ব্যাগ সবটাই রিপিট করেন।
তবে দীপিকা পাড়ুকোন সে ক্ষেত্রে একটু আলাদা। তিনি তাঁর ব্যবহৃত জামা এক বার পরে ফেলার পর সেটি বিক্রি করে দেন পোশাক বিক্রির সাইটে। বেশ কয়েক বছর আগে একটি চুড়িদার বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন অভিনেত্রী। অভিনেত্রী জিয়া খানের শেষ যাত্রায় যে চুড়িদার পরেছিলেন সেটিই নিলামে দেন অভিনেত্রী। ৮-১০ হাজার টাকায় বিক্রি করেন সেই চুড়িদার।
তবে এ বিষয়টি ভালোভাবে নেনন তার অনুরাগীরা। জিয়া খানের শেষ যাত্রায় তার পরা চুড়িদার নিলামে দেওয়ায় বেশি কটাক্ষ শুনতে হয় দীপিকাকে। কেউ লিখেছেন, দীপিকা এতটা অমানবিক ভাবতে পারছি না, খুবই নিম্নরুচির পরিচয় । কারও কথা, বলবেন না এই টাকায় সমাজসেবা করবেন। কেউ মজা করে বলেছেন, হয়তো রণবীর সিং এই পোশাক পরা নাকচ করেছেন। কেউ আবার অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন, আমার মনে হয় জিয়া খানের শেষ যাত্রায় যেটা পরেছিলেন সেটা এ রকম দেখতে তবে একেবারে এক নয়।