বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওল। কয়েক মাস আগেই বাগদান পর্ব সেরেছেন করণ। তবে করণের পাত্রী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নয়।
শোনা যাচ্ছে, করণ তার দীর্ঘ দিনের বান্ধবী, বলা যেতে পারে স্কুল বান্ধবীর সঙ্গেই বিয়ে করতে চলেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুন মাসে প্রথম সপ্তাহে মুম্বাইয়ে বসবে বিয়ের আসর। হাজির থাকবেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীও।
২০১৯ সালে সানি দেওলের পরিচালনায় তৈরি ‘পাল পাল দিলকে পাস’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন করণ। ছবি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, প্রশংসিত হন করণ। তবে এরপর আর বলিউডের পর্দায় তেমন দেখা যায়নি করণকে।
শোনা যাচ্ছে, শিগগির নাকি নতুন ছবিতে স্বাক্ষর করবেন তিনি। বিগ ব্যানারের এক ছবিতে তাকে দেখা যাবে বলে খবর বেরিয়েছে।