বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা ও ফিদে নারী বিশ্বকাপ দাবার বাছাই পর্ব। বাছাইয়ের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ।’
মঙ্গলবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের জলসাঘরে জোনাল দাবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই একই স্থানে খেলা শুরু হবে; যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে জোনাল দাবার ওপেন ও মহিলা বিভাগ অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ ৪ হাজার একশত এবং নারী বিভাগে ২ হাজার নয় শত মর্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।
ওপেন বিভাগে বাংলাদেশের ৩ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব, দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ ফাহাদ রহমানসহ প্রায় ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার নোশিন আনজুম, কাজী জারিন তাসনিম, নুশরাত জাহান আলো, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও তনিমা পারভীনসহ ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
জোনাল দাবা হতে সরাসরি আন্তর্জাতিক মাস্টার হওয়ার এবং আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন আগামী জুলাই-আগস্টে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ফিদে বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন ফিদে বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
গ্র্যান্ডমাস্টার বা আন্তর্জাতিক মাস্টারের বাইরে কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আন্তর্জাতিক মাস্টারের খেতাব এবং নারী বিভাগে আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবেন।