মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবায় এককভাবে শীর্ষে আছেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। বুধবার মানহাস ক্যাসেলের হলরুমে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসেন।
পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অনত চৌধুরী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, মো. আবজিদ রহমান ও ফিরোজ আহমেদ।
সাড়ে চার পয়েন্ট নিয়ে পাঁচজন দাবাড়ু যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, টুটুল ধর, নাসিম হোসেন ভূঁইয়া ও মুকিতুল ইসলাম রিপন।
আগামীকাল শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।