ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। ইতিমধ্যে দুই ওয়ানডেতে কিউইদের হারিয়েছে বাবর-রিজওয়ানরা। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন পাঁচে ব্যাট করতে নামা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে সন্তষ্ট নন তিনি। ‘অধিনায়ক-কোচের’ এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন এই ব্যাটার, এমনটায় জানায় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।

টি-টোয়েন্টিতে ওপেন করলেও অন্য দুই ফরম্যাটে চার নম্বরে ব্যাটিং করেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাঁচ নম্বরে খেলাচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিইউদের দুই ম্যাচেই রান তাড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। যদিও দুই ম্যাচেই সেঞ্চুরি করে সব আলো কেড়ে নেন ওপেনার ফখর জামান।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। দ্বিতীয় ম্যাচে করে ৪১ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস। তবে পাঁচ নম্বরে নেমে রান পেলেও অখুশি রিজওয়ান। বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে কিউইদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচের আগে গণমাধ্যমে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রিজওয়ান।

রিজওয়ান বলেন, ‘সত্যি কথা বললে, আমি (ওয়ানডেতে) পাঁচ নম্বরে ব্যাটিং করা নিয়ে খুশি নই। কারণ আমি চার নম্বরে ব্যাট করতে চাই।’ তিনি আরও বলেন, ‘তবে আমি কী চাই, তা পাওয়া গুরুত্বপূর্ণ নয়। অধিনায়ক ও কোচ যা ভালো বুঝবে, তাই তারা করবে। আমার নিজের ইচ্ছা হলো চারে ব্যাট করা। কিন্তু এই বিষয়ে আমি কারো কাছে কোনো অভিযোগ করিনি।’

পাকিস্তানের জার্সিতে ৫৪টি ওয়ানডে খেলেন রিজওয়ান। যেখানে চার নম্বরে হয়ে ব্যাট করে ২০টি ইনিংসে। যেখানে দুটি শতকসহ ৭৪২ রান করেন। অপরদিকে পাঁচে ব্যাট করতে নেমে আট ম্যাচে করেন ২০২ রান।