লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনসহ দলটির অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন মো. জে আর খান রবিন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।
আগাম জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল, বিএনপি নেতা মারুফ ভূঁইয়া, কবির হোসেন, আব্দুস সাত্তার মজুমদার। বাকিদের নাম-পদবি নিশ্চিত হওয়া যায়নি।
আদালতে আজ আত্মসমর্পণ করে তারা আগামী ৬ সপ্তাহের আগাম জামিন নেন। এ সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে হাজির হতে হবে।
জামিনের পর আসামিরা জানান, আওয়ামী লীগের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়।