ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে এবার মো. ইদ্রিস আলী (৬০) নামের এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাত ১০টার দিকে উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের নামছাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুজনের মৃত্যু হলো।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, বাড়ির পাশে পাকা ধানখেতে হাতির পাল আসে। নিজেদের ধান রক্ষা করতে এলাকার লোকজন হাতিকে তারা করে। ইদ্রিস আলী হাতির কাছাকাছি চলে যাওয়ায় হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, এর আগে গত ২২ এপ্রিল ঈদের দিন গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ফসলি জমিতে একদল বন্য হাতি নামে। ধানখেত বাঁচাতে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া করেন। এ সময় কৃষক ফরজুল ইসলাম হাতির খুব কাছে চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পায়ে পিষ্ট করলে তার মৃত্যু হয়। মাত্র ১০ দিনের মধ্যে দুজনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।