প্রবাদে আছে, ‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!’ এই খাওয়ার ব্যাপারটা একটু বেশি ইন্টারেস্টিং। কারণ, সবকিছু তো আর খাবার নয়। আর যা খাবার জিনিস নয়, তা খেলে যে দারুণ বিপদ, তা কী বলার অপেক্ষা রাখে? মজাচ্ছলে ছাগলের কথা বললেও কখনো কখনো অস্বাভাবিক কিছু খেয়ে মানুষও ঘটিয়ে ফেলে অস্বাভাবিক কাণ্ড। তার প্রমাণ পাওয়া যায় ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি প্রকাশিত একটি খবরে।
খবরটিতে দেখা যায়, ভারতে পেটব্যথা নিয়ে হাসপাতালে যায় একজন রোগী, পরে চিকিৎসায় তার পেটে মেলে ২৬৩টি পয়সা ও ১০০টি নখ! রোগীর চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা শর্মা বলেন, ‘রোগী পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য এসেছিল, তাই আমরা একটি এন্ডোস্কোপি করার কথা ভাবি। আমরা অবাক হয়ে আবিষ্কার করি, তার পেট ছিল পয়সা ও নখে ভরা। আমাদের কর্মজীবনে এ ধরনের কেস প্রথম।’
রোগী রিকশাচালক। অধিক বিষণ্ণতার কারণে কখনো কখনো যাত্রীদের কাছ থেকে পাওয়া পয়সা গিলে থাকতে পারেন বলে ডাক্তারের ধারণা।
ডা. এপিএস গেহরাওয়ার বলেন, ‘সাধারণত মানুষ কিছু অস্বাভাবিক অবস্থার মধ্যে এ রকম অস্বাভাবিক কিছু খাওয়া শুরু করে। তিনি এক বছর ধরেই পয়সা খাচ্ছিলেন, কিন্তু কাউকে তা বলেননি।’ তিনি আরো জানান, ‘কণাগুলো অন্ত্র আটকে না দেওয়া পর্যন্ত সাধারণত কোনো সমস্যা হয় না। এই রোগীর অন্ত্রে ধাতব পয়সাগুলো আটকে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তবে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে পয়সাগুলো সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।’
রোগী এখনো বিপদ থেকে পুরোপুরি মুক্ত নন, তবে আপাতত তাঁর পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানা গেছে।