নাটোরের লালপুরে দুইটি একনলা বন্দুক, একটি রাইফেল, একটি শটগান এবং ১২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর হতে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় পুলিশের চেকপোস্ট থেকে মোটরসাইকেলটিকে সংকেত দিলে অজ্ঞাত তিনজন একটি আরটিআর এপাচি ৪ভি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।