ঢাকায় কর্মরত দেশের দক্ষিণ বাংলার ২১ জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে সাউথ বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকার আহ্বায়ক কমিটি।
রোববার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্ট সম্পাদক আবু সাঈদ খান ও সদস্য সচিব জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের মানোন্নয়নসহ অত্র অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নে উদ্বুদ্ধকরণ, প্রযুক্তিভিত্তিক বিনিয়োগে আগ্রহ সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।
৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক পি আর বিশ্বাস (দ্য এশিয়ান এজ) ও আলম হোসেন খান (আমাদের বার্তা), যুগ্ম-সদস্য সচিব শেখ মুহাম্মদ জামাল হোসাইন (মুখপাত্র), সদস্য দীপ আজাদ (নাগরিক টিভি), রাকিব হাসনাত সুমন (বিবিসি), মোহসিন হাবিব (ইত্তেফাক), বোরহানুল হক সম্রাট (দেশ টিভি), সিদ্দিকুর রহমান (আলোর ঠিকানা), এম এ কুদ্দুস (সংবাদ), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আহমেদ পিপুল (এনটিভি ), শরীফ উদ্দিন লিমন (আরটিভি), বানী ইয়াসমিন হাসি (বিবার্তা২৪), মামুন ফরাজী (যুগান্তর), ওয়াকিল আহমেদ হিরণ (সমকাল), আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা), মুজিবুর রহমান জিতু (বাসস), পান্থ রহমান (চ্যানেল আই), সিদ্দিকুর রহমান খান (আমাদের বার্তা), রেজাউল করিম (ইত্তেফাক), হেমায়েত হোসেন (দ্য কান্ট্রি টুডে), কাজী সোহাগ (মানব জমিন), দেব দুলাল মিত্র (ভোরের কাগজ), রাজু হামিদ (নাগরিক টিভি), সহিদুল হাসান খোকন (কোলকাতা টিভি), পলাশ মাহমুদ (কালবেলা), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি), নাদিয়া শারমিন (একাত্তর টিভি)।