নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বিকেলে তাকে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, থানা তদন্ত ওসি মোহাম্মদ নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সিরাজুল হক, আব্দুল বারেক, আবুল কালাম, আব্দুল রাশিদ, আব্দুল আজিজ, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর আলম সাজু,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তার ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ জানান, তার পিতা শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আব্দুস সালাম,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের বীর মুক্তিযোদ্ধারা, দুর্গাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বার্তাবাজার/এম আই