ঢাকার কেরানীগঞ্জে টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং এর শুভ উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর এসডিজি প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরী করার লক্ষে ৬ দিনের প্রশিক্ষণ শেষে শিক্ষিত ৩০ জন বেকার তরুন তরুনীকে সনদ ও ভাতা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ মে) শনিবার সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এ যুব সমাবেশ অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় এর এসডিজি বিষয়ক সমন্বয়কের একান্ত সচিব (উপ সচিব) সোহেল আহমেদ, ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক বিরাজ চন্দ্র সরকার, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মৃধা। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা করেন কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম জসিম উদ্দিন ও আয়োজনে ছিলেন টিএন্ডটি যুব ইয়্যুথ ট্রেডিং এর পরিচালক তাসফিনা ইসলামসহ প্রমুখ।
বার্তাবাজার/এম আই