ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সিরিজের তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা।
বৃহস্পতিবার (১১ মে) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫৪ রান তুলেই গুটিয়ে যায় পাকিস্তানের যুবারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ ব্যবধানে দাঁড়িয়েছে।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে দ্য গ্রিন ম্যানদের যুবারা। ব্যক্তিগত ২ রানে ওপেনার আজান ও ৩ রানে আরেক ওপেনার শাহজাইব খান প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দলের হাল ধরেন আরিফ ও শ্যামল। তবে তারাও খুব একটা সুবিধা করতে পারেননি।
তৃতীয় উইকেট জুটিতে আসে ৩১ রান। এরপর ১৮ রান তুলতেই আরও তিন উইকেট হারিয়ে বেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। খাঁদের কিনারা থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন মিডল-অর্ডারের দুই ব্যাটার সাদ বেগ ও আরাফাত মিনহাজ। তবে সাদ ৩৫ ও মিনহাজ ২৮ রানে ফিরলে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় পাক যুবারা।
টাইগার যুবাদের হয়ে রোহানাত দৌলত ও ইমন তিনটি করে, জীবন দুইটি এবং ওয়াসি ও জিসান একটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় টাইগার যুবারা। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩৪ বলে ৮ চারে ৩৬ রানের ইনিংস খেলেন আদিল। এর পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার মাজহারুল। ৪ চারে ২৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তিনে নেমে বেশ আগ্রাসী শুরু করেন জিসান আলম। তবে শুরুটা দারুণ হলে ইনিংস বড় করার আগেই ৫ চারে ২৪ রানে ফিরেন এই ব্যাটার। এরপর আরিফুলের ১৩, জেমসের ২৭ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা।
পাকিস্তানের হয়ে আইমাল দুটি এবং আমির হাসান, আলি আশফাদ ও আরাফাত আহমেদ মিনহাস একটি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/এম আই